রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
মাদারীপুরে চরমোনাই পীর

শিবির শিক্ষাঙ্গন ও গণতন্ত্র ধ্বংস করছে

মাদারীপুর প্রতিনিধি

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকাল ৪টায় স্থানীয় আচমত আলী খান মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সমাবেশে চরমোনাই পীর বলেন, ‘আমাদের আন্দোলন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন কখনো টেন্ডারবাজি, লুটপাট, ধর্ষণ, দেশের শিক্ষাঙ্গন ও গণতন্ত্র ধ্বংস করে না। ছাত্র শিবির দেশের শিক্ষাঙ্গন ও গণতন্ত্র ধ্বংস করছে। আল্লাহর নির্দেশ ও রসুলের আদর্শ প্রতিষ্ঠাই ইসলামী ছাত্র আন্দোলনের লক্ষ্য।’

ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক মহাসচিব অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পদক এস এম আজিজুল হক,  ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলার উপদেষ্টা মাওলানা আবদুল বারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার সভাপতি আলহাজ আজহার উদ্দীন মোড়ল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার সভাপতি হাজী আবদুল ওহাব মুন্সী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার সভাপতি মুহাম্মদ জামিল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর সদর থানা সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর