রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে আলোচনা করুন

------ ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আগামী নির্বাচনের জন্য সহায়ক সরকারের প্রতি আর কোনো দাবি নেই। এখন আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার। কারণ তত্ত্বাবধায়ক সরকারই সহায়ক সরকার হিসেবে কাজ করবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে আলোচনার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নীতিনির্ধারক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘বিচার বিভাগের স্বাধীনতা : ষোড়শ সংশোধনী বাতিলের প্রেক্ষাপট— বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।  ড. মোশাররফ বলেন, সাবেক বিচারপতি খাইরুল হক কি যুক্তি দিয়ে দেখাতে পারবেন- ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ সংবিধান অনুযায়ী হয়েছিল। যদি দেখাতে না পারেন তাহলে এ সরকারের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, সংবিধানে আছে সরকার গঠনের জন্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ১৫১টি আসনে নির্বাচিত হতে হবে। কিন্তু তারা নির্বাচিত ছিল না।

ড. মোশাররফ প্রশ্ন রেখে বলেন, অকার্যকর পার্লামেন্ট থেকে যে সরকার প্রতিষ্ঠা হয় সেই সরকার কীভাবে বৈধ হয়? এ সরকারের যদি লজ্জা থাকত, গণতন্ত্রের প্রতি যদি সরকারের মূল্যবোধ থাকত তাহলে রায়ের পর সরকার ক্ষমতায় থাকতে পারত না।

সর্বশেষ খবর