রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কুকুর নিধন বন্ধের দাবি প ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক

নির্বিচারে কুকুর নিধন না করে প্রাণীটিকে জলাতঙ্ক বা বন্ধ্যত্বকরণ টিকা দিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছে পিপল ফর অ্যানিমল ফাউন্ডেশন (প)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কুকুরের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানায় সংগঠনটি।

সংগঠনের চেয়ারম্যান রাকিবুল হক এমিলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান রোজিনা আলিয়া আহমেদ, হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মায়া বারোলো, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভিলেন্স অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) প্যারাসাইটোলজি বিভাগের প্রধান ডা. বেনজির আহমেদ, ফিল্ম ডিরেক্টর হাসিবুর রেজা কল্লোল। সংবাদ সম্মেলনে রোজিনা আলিয়া আহমেদ বলেন, ‘আমরা যেহেতু মানুষ তাই অন্য প্রাণীও আমাদের কাছে মানবিক আচরণ আশা করে। অথচ জলাতঙ্কে আক্রান্ত হওয়ার পরীক্ষা ছাড়াই সিটি করপোরেশনগুলো নির্মমভাবে কুকুর হত্যা করছে।’ সংগঠনের চেয়ারম্যান রাকিবুল হক এমিল বলেন, ‘কুকুরকে বিরক্ত করা বা আঘাত করা থেকে বিরত থাকতে হবে। মানুষ যদি সচেতন হয় এবং তার ভিতরে মানবতা বোধ জাগ্রত হয় তাহলে অবহেলা এবং ক্ষতির হাত থেকে রক্ষা পাবে প্রাণিকুল।’

সর্বশেষ খবর