শিরোনাম
সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সংসদ প্রাঙ্গণে খান টিপু সুলতানের জানাজা

নিজস্ব প্রতিবেদক

যশোর-৫ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের শেষবারের মতো গতকাল সংসদ প্রাঙ্গণে আনা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। তারপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে মরহুমের কফিনে প্রধানমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, চিফ হুইপ, হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জানাজায় সাবেক ও বর্তমান মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিকরা শরিক হন। মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন হুইপ শাহাব উদ্দিন, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী এমপি।

স্পিকারের শোক : খান টিপু সুলতানের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ. স. ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর