সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
নর্থ সাউথে সেমিনার

‘ধূমপানকে ‘না’ বলুন জীবনের প্রতি ‘হ্যাঁ’

‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ভয়ঙ্কর অভ্যাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করে একে সমূলে উপড়ে ফেলার এখনই সময়’। ধূমপানের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে শনিবার অনুষ্ঠিত হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজিত বার্ষিক কর্মসূচি ‘ধূমপানকে না বলুন’। সেখানে ওই মন্তব্য করেন বক্তারা।  তরুণ প্রজন্মকে ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করে তাদের সচেতন করা এবং এই বদভ্যাস থেকে তাদের বিরত থাকতে উত্সাহিত করাই ছিল কর্মসূচির মূল লক্ষ্য। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহসান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। সাইক্রিয়াটিস্ট ড. আশিক সেলিম এবং ওমেগা পয়েন্ট রিকোভারি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শ্যামল জাকারিয়া বক্তব্য রাখেন। তিনশ’রও বেশি শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বার সেমিনারে উপস্থিত থেকে ‘ধূমপানকে ‘না’ এবং জীবনের প্রতি ‘হ্যাঁ’ বলুন’ স্লোগানটির অংশীদার হন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর