সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বন্যা পরিস্থিতি ধামাচাপা দিতেই হামলা : ইমরান

নিজস্ব প্রতিবেদক

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, বন্যা পরিস্থিতি ধামাচাপা দিতেই গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা করা হয়েছে। গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর একের পর এক হামলার প্রেক্ষিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার বলেন, কর্মসূচি চলাকালে অতর্কিতে একদল উচ্ছৃঙ্খল যুবক হামলা চালায়।

বন্যা কই পাইছিস? দেশে কোনো বন্যা নেই, তোরাই বন্যার গল্প বানাইছিস’ বলে লাঠিসোঁটা নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রিয়াজুল আলম ভূঁইয়া এখনো হাসপাতালে চিকিত্সাধীন। ইমরান বলেন, এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়নি। যদিও হামলাকারীদের চিহ্নিত করার উপাদান হিসেবে আক্রমণকারীদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন ও ছবি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে হামলার প্রতিবাদ জানানো এবং একই সঙ্গে ত্রাণ সংগ্রহের জন্য গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিলে পুলিশ কর্মসূচি পালন করতে বাধা দেয়। পরে সংবাদমাধ্যমে আমাদের ব্রিফিং শেষে ফেরার পথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এলে একই গোষ্ঠী পিছন থেকে মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায়। এতেও কমপক্ষে ৮ জন কর্মী আহত হন। কিন্তু উপর্যুপরি এ হামলার পরও  প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রমাণ করে যে এ ধারাবাহিক হামলার পিছনে সরকারের ইন্ধন ও যোগসাজশ রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অজয় রায়, মানবাধিকারকর্মী খুশী কবির, ডাক্তার নাজিমুদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর