শিরোনাম
সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মামলা পরিচালনায় ভয় পেলে পাশে থাকবে মানবাধিকার কমিশন : কাজী রিয়াজুল হক

নিজস্ব প্রতিবেদক

অসচ্ছল-অসহায় মানুষ যারা মামলা পরিচালনা করতে ভয় পান মানবাধিকার কমিশন তাদের পাশে থাকবে। দুর্বল, অসহায় ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের বিচার প্রাপ্তিতে সহায়তা করবে কমিশন। গতকাল মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, বিচারপতি এম ইনায়েতুর রহিম, আইন সচিব এ এস এস এম জহিরুল হক।  

জাতীয় মানবাধিকার কমিশনকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আদালতে বিচারাধীন কোনো মামলায় বা আইনগত কার্যধারায় পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দেওয়া হয়েছে। এ অনুযায়ী বিভিন্ন জেলা দায়রা জজ ও জেলা প্রশাসকদের অনুমোদন দেওয়া আইনজীবীদের সমন্বয়ে কমিশন একটি আইনজীবী প্যানেল গঠন করেছে। অনুষ্ঠানে ৪৫টি জেলা থেকে নিয়োগপ্রাপ্ত ১০০ প্যানেল আইনজীবী অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর