শিরোনাম
সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
জাতীয় বিশ্ববিদ্যালয়

সাবেক দুই ভিসির দুর্নীতি পুনঃতদন্তের আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ১৩ জনের দুর্নীতি মামলায় পুনঃতদন্তের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে গতকাল বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেয়। ফলে ১৩ আসামির বিরুদ্ধে মামলার পুনঃতদন্তে আইনি বাধা নেই। এ মামলার আসামিরা হলেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য কাজী শহিদুল্লাহ ও মোফাখখারুল ইসলাম, সাবেক উপ-উপাচার্য তোফায়েল আহম্মদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমদ, কর্মকর্তা ফাহিমা সুলতানা, দিলরুবা বেগম, এইচ এম তায়েহীদ জামাল, মো. সিদ্দিকুর রহমান, মোল্লা মাহফুজ আল হোসাইন, শেখ মুহাম্মদ মোফাজুল  হোসাইন, রিফাত আরা রত্না, মো. নূর রহমান ও মো. শহিদুর রহমান। মামলার বাদী প্রভাষক মো. হাফিজুর রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেহান হোসেন। আসামিদের পক্ষে শুনানি করেন এ এস এম আবদুল মোবিন।

২০০১ সালে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে প্রায় ১ হাজার ২০০ লোক নিয়োগ হয়। হাইকোর্ট ওই গণনিয়োগ বাতিল করে এবং ভুয়া নিয়োগে জড়িতদের সাজার রায় আসে আদালতে। কিন্তু সাজাপ্রাপ্তদের চাকরি থেকে বরখাস্ত না করে নিজেদের মধ্যে যোগসাজশে তাদের নিয়মিত বেতন-ভাতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৭ জুলাই জয়দেবপুর থানায় মামলা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমান।

সর্বশেষ খবর