মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
শোক দিবসের অনুষ্ঠান

জনতা ব্যাংকে সিবিএ ব্যাংকার্স হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস পালন নিয়ে জনতা ব্যাংকের কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় সিবিএ নেতারা ব্যাংকার্স পরিষদ নেতাদের অফিসে হামলা করেন। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ব্যাংকের একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ব্যাংকার্স পরিষদ। এতে রেলমন্ত্রী মুজিবুল হক প্রধান অতিথি থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সিবিএ নেতাদের অতিথি না করায় ক্ষিপ্ত হয়ে তারা অনুষ্ঠান বাতিল করার জন্য প্যান্ডেল সরিয়ে ফেলতে কর্মচারীদের নির্দেশ দেন। ব্যাংকার্স পরিষদের নেতারা এ নিয়ে প্রশ্ন করলে সিবিএর কয়েকজন নেতা তাদের মারধর করেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুরো ব্যাংকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ব্যাংকের ডিএমডি ড. ফরজ আলীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দুই পক্ষকে ডেকে সমঝোতা করা হয়। সিদ্ধান্তে বলা হয়, অনুষ্ঠানে জনতা ব্যাংকের সিবিএ সাবেক সভাপতি সিরাজুল ইসলাম অতিথি থাকবেন।

সর্বশেষ খবর