বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাংবাদিকদের বেতন সরকারি কর্মকর্তাদের চেয়ে ছয় ধাপ পিছিয়ে : বিএফইউজে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক বলেছেন, সাংবাদিকদের বেতন ও মর্যাদা সরকারি কর্মকর্তাদের চেয়ে ছয় ধাপ পিছিয়ে আছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘অবিলম্বে নবম ওয়েজ বোর্ড চাই : বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওমর ফারুক বলেন, সর্বশেষ স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তাদের বেতনক্রম স্পেশাল গ্রেডে ৮৬ হাজার টাকা এবং শিক্ষানবিসদের বেতন ২২ হাজার টাকা। অপরদিকে অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী সাংবাদিকদের বেতনক্রম স্পেশাল গ্রেডে ৩৫ হাজার ৮৭৫ টাকা, শিক্ষানবিস ১২ হাজার ৬০০ টাকা। সরকারি কর্মকর্তাদের বেতন স্কেলের ৬ নং গ্রেড থেকে সাংবাদিকদের বেতন শুরু হয়েছে। অর্থাৎ শুধু অর্থের বিচারে নয়, মর্যাদার বিচারেও সাংবাদিকরা সরকারি কর্মকর্তাদের চেয়ে ছয় ধাপ পিছিয়ে আছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে সাত দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ২০ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে দিনব্যাপী অনশন করবেন সাংবাদিকরা। এ ছাড়া তথ্যমন্ত্রী যেসব অনুষ্ঠানে অতিথি থাকবেন সাংবাদিক ইউনিয়ন ও অন্য সাংবাদিক সংগঠনের নেতা ও সদস্যরা সেখানে অতিথি হবেন না।

সর্বশেষ খবর