শিরোনাম
বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ইসলামী হুকুমত না থাকায় মানুষ খাদ্যাভাবে ধুঁকছে

—ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না থাকায় মানুষ অসহায় জীবনযাপন করছে এবং ধুঁকে ধুঁকে মরছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। কেননা এটা ইসলামের নির্দেশ।

ইসলামী আন্দোলনের আমির চরমোনাইর আহ্বানে গঠিত কেন্দ্রীয় ত্রাণ কমিটির পক্ষ থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী, চিতলমারীর বিভিন্ন অঞ্চলের ত্রাণ বিতরণ পূর্ব আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ শরীফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি নগদ টাকা, শুকনো খাবার, শাড়ি, লুঙ্গি, বিশুদ্ধ পানি বিতরণ করেন।

সর্বশেষ খবর