বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির মতবিনিময় শুক্রবার

এ বছর অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী। অক্টোবর বিপ্লবের তাৎপর্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে সমাজতন্ত্রের পক্ষে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে অক্টোবর বিপ্লব উদ্যাপন জাতীয় কমিটি গঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ ইতিমধ্যেই এ উদ্যাপন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জাতীয় কমিটির ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে ২৫ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেমস রুমে শিক্ষক, শিক্ষাবিদ, কবি, কথাসাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবীদের সঙ্গে অক্টোবর বিপ্লব উদ্যাপনের প্রস্তুতিসংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আহমদ রফিক ও সিরাজুল ইসলাম চৌধুরী এতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর