বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শনিবার গাইবান্ধা ও বগুড়া যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও বগুড়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার গাইবান্ধা ও বগুড়া সফর করবেন। এ সময় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি। ওইদিন সকালে ঢাকা থেকে তিনি হেলিকপ্টারযোগে গাইবান্ধা যাবেন। এরপর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পরে বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর তিনি হেলিকপ্টারযোগে অন্যান্য বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে দুই জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর সফর ২৪ আগস্ট নির্ধারণ ছিল। পরবর্তীতে তা ২৬ আগস্ট শনিবার করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বগুড়ার সারিয়াকান্দিতে পৌঁছে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

সর্বশেষ খবর