বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রধান বিচারপতির পদত্যাগের আহ্বান আইনজীবী পরিষদের

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় বাতিল করে প্রধান বিচারপতির দায়িত্ব ছাড়তে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আগামী দুই দিনের মধ্যে তা না হলে আগামীতে প্রধান বিচারপতিকে অপসারণের দাবিতে এক দফা আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান বিচারপতিকে এ হুমকি দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেলেরও পদত্যাগ করা উচিৎ : প্রধান বিচারপতি যখন আদালতের রায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী অপসারণের প্রসঙ্গ আনেন, তখন তার প্রতিবাদ না জানানোয় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমেরও পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা ফজলে নূর তাপস। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব।

সর্বশেষ খবর