সোমবার, ২৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পুলিশ কনস্টেবলসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে এক গৃহবধূর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি এবং মারধর করে শ্লীলতাহানির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। নগরীর চাঁদমারী এলাকার গৃহবধূ মুকুল বেগম বাদী হয়ে গতকাল বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে শুনানি শেষে বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, নগরীর দক্ষিণ আলেকান্দা ১৩ নম্বর ওয়ার্ডের খান সড়কের বাসিন্দা মৃত পুলিশ কনস্টেবল খালেক হাওলাদারের ছেলে পুলিশ কনস্টেবল (নম্বর ৩৭৪, বর্তমানে ভোলা জেলায় কর্মরত) মানিক হাওলাদার, তার স্ত্রী রুমি বেগম এবং তার শ্বশুর নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকার মৃত হাকিম সরদারের ছেলে আবু সরদার। আদালত সূত্র জানায়, নগরীর চাঁদমারী এলাকার বাসিন্দা বাদী মুকুল বেগম তার মৃত মায়ের ওয়ারিশ সূত্রে (নানা বাড়ি) রূপাতলী মৌজায় ৬৭.৬৮ শতাংশ জমির মালিক। কিন্তু ওই জমি ভোগ দখলে যেতে বাধা দিচ্ছিল আসামিরা। তারা ওই জমি ভোগ দখল বাবদ বাদীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।

 চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় ওই জমিতে যেতে বাধা দেয় তারা। এমনকি চাঁদা না দিয়ে জমিতে গেলে আসামিরা বাদীকে হত্যার হুমকিও দেয়। এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট সকালে বাদী শ্রমিক নিয়ে ওই জমিতে কাজ করতে গেলে পুলিশ কনস্টেবল মানিক, তার স্ত্রী রুমী বেগম ও শ্বশুর আবু সরদারসহ ১০/১২ জন ভাড়াটে সন্ত্রাসী মুকুল বেগমকে মারধর এবং শ্লীলতাহানি করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর