সোমবার, ২৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বস্ত্র খাতের রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে সরকার কাজ করছে : মির্জা আজম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ২০২১ সালের মধ্যে বস্ত্র খাতের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে সরকার কাজ করে যাচ্ছে। গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বস্ত্র নীতি-২০১৭-এ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে তিনি এ কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বস্ত্র পরিদফতরের পরিচালক ইসমাইল হোসেন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, এফবিসিসিআই, বিটিএমএ, বিকেএমইএ ও বিটিটিএলএমইএ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মির্জা আজম বলেন, ২০২১ সালের মধ্যে বস্ত্রখাতের অভীষ্ট লক্ষ্য অর্জন করতে হলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর স্টেকহোল্ডারগণকে নিবিড়ভাবে একসঙ্গে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর