বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মুলাদীতে বিএনপি কার্যালয়ে হামলা

সেলিমা রহমানের অনুষ্ঠান পণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর এবং ছবিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে হামলা ভাঙচুরের সময় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। বরিশাল জেলা (উত্তর) বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম রাজু জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করতে মুলাদী উপজেলার কয়েকটি ইউনিয়নে যান। তিনি ওই সব স্থানে পৌঁছার আগেই যুব ও ছাত্রলীগের নেতা-কর্মীরা চরলক্ষ্মীপুর ও ছবিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় চরলক্ষ্মীপুর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে তারা। দুটি হামলায় বিএনপির অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। হামলায় অনুষ্ঠান পণ্ড হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সেলিমা রহমান বলেন, সরকার বিরোধী মতকে সভা, সমাবেশ কিছুই করতে দিচ্ছে না। এটা তাদের আসল চরিত্রের বহির্প্রকাশ। অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান মিঠু খান বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান মিথ্যাচার করছেন। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের বহির্প্রকাশ। মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান জানান, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার দুটি স্থানে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর