বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মোজাম্মেল হকের কফিনে আওয়ামী লীগ বিএনপির শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

রেডিও টুডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য হাজী মো. মোজাম্মেল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গতকাল মরহুমের নামাজে জানাজার পর সংসদের চিফ হুইপ ও হুইপদের পক্ষে হুইপ মাহবুব আরা বেগম গিনি, বিরোধীদলীয় নেতার পক্ষে সহকারী একান্ত সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে তার রাজনৈতিক সহকর্মী সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোজাম্মেল হক চুয়াডাঙ্গা-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চুয়াডাঙ্গা বিএনপির সাবেক সভাপতি এবং প্রতিষ্ঠিত শিল্পপতি ও বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো জটিল রোগে ভুগছিলেন। তিনি তিন মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। মোজাম্মেল হকের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেন। লন্ডন থেকে এক শোকবার্তায় তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান বিএনপি চেয়ারপারসন।

সংসদ ভবনে জানাজার পর পরিবারের সদস্যরা জানান, সংসদে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মোজাম্মেল হকের মৃতদেহ সড়কপথে চুয়াডাঙ্গা নিয়ে যাওয়া হবে।

সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থান ‘জান্নাতুল মওলা’য় মায়ের কবরের পাশে দাফন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর