বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভারতের কেরালায় ৩৫ বাংলাদেশি আটক

দীপক দেবনাথ, কলকাতা

অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের কেরালার মলপ্পুরম থেকে ৩৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা প্রত্যেকেই শ্রমিকের কাজ করতো এবং কয়েকবছর ধরে মলপ্পুরম জেলার ভাঝাকখাড় এলাকায় বাসা ভাড়া করে ছিল বলে জানা গেছে। তাদের কাছ থকে ভুয়া ভারতীয় ভোটার কার্ডসহ বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। সোমবারই আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের রিমান্ডের নির্দেশ দেয় আদালত।

মলপ্পুরমের ডিএসপি জলিল থোট্টাথিল জানান, আটক বাংলাদেশিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা গেছে তারা প্রত্যেকেই বিভিন্ন নির্মাণকাজে দৈনিক মজুরের কাজ করতো। এদের কারো কাছেই ভারতে বসবাসের বৈধ নথি ছিল না, এমনকি ভারতে কাজের অনুমতি হিসাবে ‘ভিস্তা’ ডকুমেন্টস ও ছিল না। আটক ৩৫ জনের মধ্যে মাত্র ৫ জনের কাছে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে। যদিও তাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে। আদালতের প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছেন ডিএসপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর