রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নারীশিক্ষা ছাড়া অগ্রগতি সম্ভব নয় : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন নারীশিক্ষা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশের অর্ধেকের বেশি নারী। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নারীশিক্ষার ওপর অধিক গুরুত্ব দিয়েছেন। স্কুল-কলেজে নারীশিক্ষার উন্নয়নে উপবৃত্তির ব্যবস্থা করেছেন। নারীরা এখন উন্নয়নের অংশীদার। সমাজের প্রতিটি পেশায় নারীদের অবস্থান দৃঢ়। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুটি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, এম জি হাক্কানি, কাজী আজহারুল ইসলাম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আইয়ূব আলী প্রমুখ। মন্ত্রী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ায় অংশ নেওয়া ৮৫ জন বিজয়ীর হাতে ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ওই বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন নির্মাণের আশ্বাস দেন।

সর্বশেষ খবর