সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সেই লিটনের আত্মসমর্পণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আবুল হাশেম লিটন আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল   বেলা ১১টার দিকে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রূপম কান্তি দাসের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আদালত জামিন মঞ্জুর না করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।  গত শুক্রবার দুপুরে উপজেলার বড়চওনা গ্রামের মতিয়ার রহমানের ছেলে দুই সন্তানের জনক ব্যবসায়ী আবুল হাশেম লিটনের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মেয়েটির বাবা সখীপুর থানায় মামলা করেন। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা। পুলিশ মামলাটি নথিভুক্ত করে মেয়েটিকে গত শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকালে বড়চওনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনের কর্মসূচি নিয়েছে। 

বোচাগঞ্জে কিশোরী ধর্ষণ : দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, বোচাগঞ্জের ছোট সুলতানপুর গ্রামে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার ধর্ষিতা কিশোরীর পিতা বাদী হয়ে বোচাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানায়, বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁ গ্রামের বাসিন্দা জনৈকা কিশোরীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ঘটে একই উপজেলার নাফানগর ইউনিয়নের ছোট সুলতানপুর গ্রামের জনাকু চন্দ্র রায়ের লম্পট পুত্র অটো চালক সুকুমারের। এরই সূত্র ধরে সুকুমার রায় গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে কিশোরীকে ছোট সুলতানপুর গ্রামের নির্জন কলার বাগানে নিয়ে ধর্ষণ করে। তার অপর সঙ্গী একই গ্রামের ধেদেম চন্দ্র রায়ের পুত্র প্রসেনজিতও কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষণকারীরা আড়ালে গিয়ে মোবাইলে আরও কয়েকজনকে আসার জন্য বললে কিশোরী কৌশলে হাতের বাঁধন খুলে পালিয়ে আসে।

বোচাগঞ্জ থানার এস আই মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর