মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুই এমপিই প্রধান অতিথি!

নৌকাবাইচ অনিশ্চিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

দুই এমপিকে দুই পক্ষ প্রধান অতিথি করায় রবিবার হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভাঙ্গার কুমার নদের দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনিশ্চয়তার মুখে পড়েছে। নৌকাবাইচ সামনে রেখে গত বুধবার থেকে বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটি সরকারদলীয় সংরক্ষিত মহিলা আসনের এমপি নিলুফার জাফরউল্লাহ নৌকাবাইচে প্রধান অতিথি বলে মাইকিং হয়। গত শনিবার থেকে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেনের নির্দেশে নৌকাবাইচে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী প্রধান অতিথি বলে পৃথক মাইকিং হয়। এতে অনিশ্চয়তায় পড়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ভাঙ্গা বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির সভাপতি লক্ষণ চন্দ্র বণিক ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত বলেন, আবহমানকাল ধরে বিশ্বকর্মা পূজা উপলক্ষে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। সব সময় পূজা কমিটিই মূল আয়োজক।

আমরা এ বছর সরকারদলীয় এমপি নিলুফার জাফরউল্লাহকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত নিই। ২০০৪ সালে প্রশাসন অনুমতি না দেওয়ায় পাঁচ বছর নৌকাবাইচ বন্ধ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০০৯ সালে নিলুফার জাফরউল্লাহর উদ্যোগেই ফের নৌকাবাইচ শুরু হয়। এ কারণে আমরা নিলুফার জাফরউল্লাহকেই প্রধান অতিথি করেছি। 

ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন বলেন, অতীতে উপজেলা পরিষদের সহযোগিতায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকাবাইচ হয়েছে। আমাদের সঙ্গেও পূজা কমিটির লোকজন রয়েছে। আমরা মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান অতিথি করে মাইকিং করছি।

ভাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভাস্কর ভট্টাচার্য বলেন, আমরা বিশ্বকর্মা পূজা কমিটি ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সরকারদলীয় এমপি নিলুফার জাফরউল্লাহকেই প্রধান অতিথি করতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর