বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কক্সবাজারে বিএনপির প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণসহায়তা দিতে গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল কক্সবাজার এসে পৌঁছেছে। সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সাত নেতার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছেই হোটেল লং বিচের সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে। এ সময় প্রতিনিধি দলের প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশ আজ কঠিন বিপর্যয় মোকাবিলা করছে। তিন মাস ধরে চলে আসা বন্যার সঙ্গে এখন যুক্ত হয়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারের চাপিয়ে দেওয়া লাখ লাখ রোহিঙ্গা। এ বিপর্যয় রুখতে জাতীয় ঐক্য দরকার।’ তিনি বলেন, ‘রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার বাহিনীর অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ, জাতিগত নির্মূল ইতিহাসের সব অমানবিকতা ছাড়িয়ে গেছে। সরকার চাইলে কূটনৈতিক চ্যানেলে অনেক কিছু করতে পারত। কিন্তু দেশে গণতান্ত্রিক সরকার নেই, নির্বাচিত সরকার নেই। যারা ক্ষমতায় আছে তাদের পায়ে মাটি নেই, কোমরে জোর নেই। এজন্য প্রতিবেশী মিয়ানমার লাখ লাখ রোহিঙ্গাকে নির্যাতনের মাধ্যমে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার দুঃসাহস দেখিয়েছে।’ প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করতে আসিনি। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে রোহিঙ্গাদের সহায়তা ও ত্রাণ দিতে এসেছি।’

 এ ক্ষেত্রে দল ও দলীয় নেতা-কর্মীরা রোহিঙ্গাদের সহায়তার সাধ্যমতো চেষ্টা করবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুুদু, ডা. জাহিদ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় মত্স্যজীবীবিষয়ক সম্পাদক লুত্ফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না প্রমুখ।

আজ দলটির রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে।

সর্বশেষ খবর