বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

তানভীর সিদ্দিকীর পুত্র ইরাদ সিদ্দিকী কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি

সাবেক মন্ত্রী বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গতকাল বিকালে গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেন চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। এ ঘটনায় তার বিরুদ্ধে ওই বছরের ৩ অক্টোবর গাইবান্ধা সদর আমলি আদালতে জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন একটি মামলা করেন। এই মামলায় তাকে ঢাকা থেকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গতকাল গাইবান্ধা সদর আমলি আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শবনম মোস্তারি তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক মামলা থাকায় গত ১৫ আগস্ট তাকে ঢাকায় গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর