বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভূমির অবক্ষয় রোধে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : জ্যাকব

নিজস্ব প্রতিবেদক

মরুময়তা, ভূমির অবক্ষয় এবং খরা মোকাবিলা রোধে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি বলেন, ভূমির অবক্ষয় রোধ এবং খরা মোকাবিলা তথা পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন্স অব দি আর্থ পুরস্কার পেয়েছেন। ৬-১৬ সেপ্টেম্বর ইউনাইডেট ন্যাশনস কনভেনশন টুু কমবেট ডিসারটিফিকেশন (কপ-১৩) ওরডস, ইনারমঙ্গোলিয়া চীনে অনুষ্ঠিত কনফারেন্সে মঙ্গলবার মন্ত্রী এ কথা বলেন। পাশাপাশি তিনি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।

কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের পরিচালক ড. মু. সোহরাব আলী, বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, বিসিএসআইআরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মু. কামাল হোসেন এবং পরিবেশ অধিদফতরের সহকারী  পরিচালক মো. শরীফুল ইসলাম।

সর্বশেষ খবর