শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের দুর্ভোগে উদ্বিগ্ন মমতা

কলকাতা প্রতিনিধি

নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আশা রোহিঙ্গা মুসলিমদের দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল ট্যুইট করে তিনি জানান, ‘রোহিঙ্গাদের সাহায্য করার ব্যাপারে জাতিসংঘ যে আবেদন রেখেছে আমরা তাকে সমর্থন করি। আমরা বিশ্বাস করি যে, সব মানুষই সন্ত্রাসবাদী নয়। আমরা বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন।’ মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের মানবিক সাহায্য দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানায় জাতিসংঘ। গত মঙ্গলবার নিউইয়র্কে জতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক জানান, ‘যেসব রোহিঙ্গাকে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে তাদের বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যেসব তথ্য ও ছবি আমাদের কাছে এসেছে তা সত্যিই হৃদয়বিদারক। আমি মনে করি, আন্তর্জাতিক সম্প্রদায়কে সব রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে এ চলমান সংকট মোকাবিলা করা উচিত। যারা সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে তারা খুবই অসহায়। তারা ক্ষুধার্ত এবং অপুষ্টিতে ভুগছেন। তাদের সাহায্যের প্রয়োজন।’ সেই প্রেক্ষিতেই মমতার এই ট্যুইট।

সর্বশেষ খবর