রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান স্ববিরোধী : খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের সমস্যা মোকাবিলায় সরকার স্ববিরোধী অবস্থান নিয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি তাদের মিয়ানমারের নাগরিকত্ব ও ভোটাধিকার দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোর দাবি তুলে ধরতে হবে। গতকাল সকালে রাজধানীতে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘ডিবেট ফর  ডেমোক্রেসি’র এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনায় সাবেক কূটনীতিক মোহাম্মদ জমিরসহ অনেকে বক্তব্য রাখেন। আমীর খসরু চৌধুরী বলেন, বাংলাদেশের অবস্থান হওয়া উচিত ছিল সব দেশের আগে এই জাতিগত নিধনের বিরুদ্ধে। তারপরও আমরা আন্তর্জাতিক আদালতে এই বর্বরোচিত ঘটনার বিচার চাই। রোহিঙ্গাদের দেশ মিয়ানমার। তাদের সেখানে ফিরিয়ে নিতে হবে। মোহাম্মদ জমির মিয়ানমার সরকারের রোহিঙ্গা নিধনের ঘটনায় বিশ্ব নেতাদের ভূমিকার সমালোচনা করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফেরত দিতে হবে। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে এবং এটা যদি না করা হয়, তাহলে আন্তর্জাতিকভাবে তাদের একঘরে করা খুব ডিফিকাল্ট (কঠিন) হয়ে যাবে। কারণ তারা ৩০ বছর কাউকে কেয়ার করেনি।

সর্বশেষ খবর