সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ত্রাণ বিতরণে সেনা মোতায়েনের দাবি সুপ্রিম কোর্ট বারের

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের জন্য দেশি-বিদেশি সংস্থা থেকে আসা ত্রাণ সুষ্ঠুভাবে বণ্টনে সমন্বয় করতে শরণার্থী শিবিরে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। গতকাল আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, মানবিক কারণেই দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশ ত্রাণ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু ত্রাণ কার্যক্রমে সুষ্ঠু সমন্বয়ের অভাবে সব রোহিঙ্গা খাবার পাচ্ছে না।

 ত্রাণ বিতরণে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে দেশি-বিদেশি সংস্থার দেওয়া ত্রাণ সুন্দর, সুষ্ঠু এবং সমহারে বণ্টনে সমন্বয় করতে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. অজিউল্লাহ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর