সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চিকিৎসাসেবা দেবে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আহত রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসাসেবা দিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে চিকিৎসক দল পাঠাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ সকালে কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা দেবে চিকিৎসক দলটি। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর নেতৃত্বে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক ও প্যারামেডিকসহ মোট ১২ জন এই চিকিৎসা দলে রয়েছেন। গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মিয়ানমার থেকে আসা আহত ও রোগাক্রান্ত রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসাসেবা দিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছে চিকিৎসকদের দল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর