বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন হকার সংগ্রাম পরিষদের নেতারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর নির্বিচারে আক্রমণ ও নির্মম নির্যাতন করা হচ্ছে। মিয়ানমার সরকার আন্তর্জাতিক আইন উপেক্ষা করে রোহিঙ্গা জনগোষ্ঠিকে নির্মূল করার যে গণহত্যার অভিযান পরিচালনা করছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।

বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।

এক্ষেত্রে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন হকার নেতারা। হকার পুনর্বাসনের জাতীয় নীতিমালা প্রণয়ন করে অবিলম্বে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন করা এবং চালের দাম কমানোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। শ্রমিক নেতা আবুল হোসাইনের সভাপতিত্বে আয়োজক সংগঠনের সদস্য সচিব সেকেন্দার হায়াত প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর