বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চাল নিয়ে চালবাজি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

চাল নিয়ে চালবাজি বন্ধ ও শতভাগ রেশনিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ’। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত উন্মুক্ত সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, ‘চালের দাম হুহু করে বাড়ছে। সরকার চাল আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের পরও চালের দাম কমছে না। উল্টো এই মোটা চাল আমদানি করে একশ্রেণির অসাধু মিল মালিক ৩৪ টাকার চাল চিকন বানিয়ে ৬৫ টাকা দরে বিক্রি করছে। খোলা বাজারে সরকার যে চাল বিক্রি করছে সেখানেও শুরু হয়েছে চালবাজি।’

তারা বলেন, ‘আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে ব্যবসায়ী সিন্ডিকেট ও খাদ্য মন্ত্রণালয়ের একে অন্যকে দোষারোপের জাঁতাকলে পড়ে দুঃসহ জীবন যাপন করছি।’ সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর