শিরোনাম
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প পুনর্বহাল দাবি

নিজস্ব প্রতিবেদক

পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প পুনর্বহাল দাবি জানিয়ে মানববন্ধন করেছে এ প্রকল্প থেকে চাকরিচ্যুত কর্মচারীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। ই-সেন্টার কর্মচারী ইউনিয়নের সভাপতি-মো. ইমদাদুল হোসেন সাংবাদিকদের বলেন, গ্রামীণ প্রত্যন্ত এলাকায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া ছিল এ প্রকল্পের উদ্দেশ্য।

এই প্রকল্পের উদ্যোক্তা হিসেবে সাড়ে ৮ হাজার স্বাবলম্বীর মাধ্যমে প্রতিমাসে পোস্ট ই-সেন্টার হতে প্রাপ্ত রাজস্ব আনুমানিক ২ কোটি টাকার বেশি আয় করত। কিন্তু বর্তমানে প্রকল্পে নিয়োগকৃত কর্মচারী না থাকায় রাজস্ব আদায় অর্ধেকের নিচে নেমে এসেছে।

প্রকল্পের মূল কার্যক্রম শুরু হয় ২০১৪ সালে। বিভিন্ন পদে মোট ৩৮৮ জনকে নিয়োগ দেওয়া হয়।

প্রকল্প পুনর্বহালসহ অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কর্মচারীদের বকেয়া ভ্রমণ বিল পরিশোধ, নিয়োগকৃতদের জামানতের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে ইত্যাদি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর