বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
চলন্ত বাসে ধর্ষণ-হত্যা মামলা

পাঁচ আসামির জামিন আবেদন বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্থী রূপা খাতুনকে গণধর্ষণের পর হত্যা মামলার পাঁচ আসামির জামিনের আবেদন গতকাল বাতিল করে দিয়েছেন আদালত। সিনিয়র আইনজীবী ফায়জুর রহমান বিচারিক হাকিম আদালতে আসামিদের জামিনের আবেদন করেন। শুনানির সময় তিনি নিজে উপস্থিত না হয়ে তার প্রতিনিধি পাঠান। পরে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া শুনানি না করে আবেদনটি খারিজ করে দেন। গ্রেফতারকৃত পাঁচ আসামি হচ্ছে— বাসের সহকারী শামীম, আকরাম, জাহাঙ্গীর এবং চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলী।প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপা খাতুনকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষণের পর হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যায়। পুলিশ ওই রাতেই তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করে।

সর্বশেষ খবর