বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

৩৫ হাজার রোহিঙ্গা পরিবারের পাশে দাঁড়াল রাউজানবাসী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নির্মম নির্যাতন, হত্যা, ধর্ষণসহ নানা অত্যাচার ও আতঙ্কের মধ্যে বাংলাদেশে আসা অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াল রাউজানবাসী। বাংলাদেশে আসা ৩৫ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে আড়াই কোটি টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছে রাউজান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ। গতকাল কক্সবাজার-টেকনাফের পাঁচটি পয়েন্টে এসব ত্রাণসামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ দলের শীর্ষ নেতা এবং রাউজান আওয়ামী লীগ নেতা, চেয়ারম্যান ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজানবাসী ঐক্যবদ্ধ হয়ে এসব ত্রাণ সংগ্রহে এগিয়ে এসেছিলেন। রাউজান উপজেলার উরকিরচর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল বলেন, ‘সারা দেশ থেকে রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের জন্য সাহায্য-সহযোগিতা করছেন অনেকেই।

 এরই অংশ হিসেবে রাউজানের এমপি ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।’

জানা গেছে, রোহিঙ্গাদের ৩৫ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ২ কোটি ৫০ লাখ টাকার ত্রাণসামগ্রী। এর মধ্যে রয়েছে ১ লাখ ৭৫ হাজার কেজি চাল, ২ লাখ ওরস্যালাইন, ১ লাখ ৫০ হাজার প্যারাসিটামল, ১১ লাখ ৩২ হাজার বিস্কুট, ৩০ হাজার চা পাতার প্যাকেট, ১৮ হাজার পানির বোতল, ১২ হাজার সাবান, ১২ হাজার টুথ পাউডার, ৬ হাজার নতুন কাপড়, ১ হাজার ২৮টি বালতি, ১ হাজার ২৮টি জগ, ১ হাজার ত্রিপল, ১ হাজার ২৮টি মশারি ও ১ হাজার ২৫০টি খাবার প্লেটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।

সর্বশেষ খবর