শিরোনাম
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা সমস্যা সমাধান দাবি তরীকতের

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে রোহিঙ্গা সমস্যা সমাধানে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা প্রশংসার দাবি রাখে।’ গতকাল কলাবাগানে সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচসা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এম এ আউয়াল আরও বলেন, ‘গত তিন সপ্তাহে বাংলাদেশে ৪ লাখ ৩০ হাজার শরণার্থী এসেছে। অথচ জাতিগত নিধনের শিকার এসব রোহিঙ্গা হাজার বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারে বসবাস করে আসছে।’ তিনি বলেন, ‘নিজ ভূখণ্ড থেকে জোরপূর্বক বিতাড়িত ৮ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় ও সুরক্ষা দিয়ে যাচ্ছি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবস্থার ভয়াবহ অবনতি ঘটেছে। এসব মানুষ যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে এখনই তার ব্যবস্থা করতে হবে।’ এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর