সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে সেবা দেবে ব্র্যাক

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে অন্তত তিন লাখ মানুষকে ১৫ অক্টোবরের মধ্যে সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ব্র্যাক। আশ্রয়কেন্দ্রগুলোতে মূলত নারী ও শিশুদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা, টিউবওয়েল এবং শৌচাগার স্থাপনের মাধ্যমে পানি, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত উপকরণ সরবরাহ করা হচ্ছে। এ কার্যক্রম চলছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম), ইউনিসেফ, ডব্লিউএফপি, অসএইড, ডিএফআইডি এবং গ্লোবাল ফান্ডের সমন্বয় ও সহযোগিতায়। উখিয়া ও টেকনাফের ১০টি আশ্রয়কেন্দ্রে কাজ করছে ব্র্যাকের প্রায় ২০০ জন কর্মী। ৩৫টি স্বাস্থ্যকেন্দ্র চালু করা হয়েছে। গত শনিবার পর্যন্ত ব্র্যাক ১৯৬টি নলকূপ, ২২৪টি ল্যাট্রিন ও ৩৫টি গোসলখানা স্থাপন করেছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে ৬০টি মেডিকেল টিম সেবা দেবে। ১৫ হাজার ল্যাট্রিন ও ১১২০টি টিউবওয়েল বসাবে ব্র্যাক। গর্ভবতী মায়েদের জন্য ১০টি ম্যাটারনিটি সেন্টার খোলা হবে। আশ্রয়ের খোঁজে আশা শিশুদের মানসিক চাপ কমাতে ইতিমধ্যে পাঁচ হাজারেরও বেশি শিশুকে খেলাধুলা ও গল্প বলার মাধ্যমে বিনোদনমুখী কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। কুতুপালং, লেদা ও শ্যামলাপুরে স্থায়ী তিনটিসহ  ছয়টি শিশুবান্ধব কেন্দ্র এবং কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর