সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি দ্রুত চূড়ান্ত করা হবে

—— নাসিম

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি দ্রুত চূড়ান্ত করা হবে। দৈনিক সমকাল কার্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এলেই স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন ও অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর আগেও তামাক নিয়ন্ত্রণের কর্মকাণ্ডে বিভিন্ন বাধা এসেছে। এ নীতি দুটি প্রণয়নে সময় বেশি লাগলেও এগুলো অতি দ্রুতই পাস করা হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের আগেই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, অ্যাডভোকেট ফজিলাতুন নেছা বাপ্পী প্রমুখ বক্তব্য রাখেন। এম এ মান্নান বলেন, মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতিটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে তার সর্বাত্মক সমর্থন থাকবে। সারচার্জের অর্থ তামাক নিয়ন্ত্রণের জন্যই আদায় করা হয়, সুতরাং এ অর্থ তামাক নিয়ন্ত্রণের কাজেই ব্যবহার করা হবে।

সর্বশেষ খবর