মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পপুলার ডায়াগনস্টিকসহ তিন প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ভুল প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মিরপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারসহ তিনটি প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল র‍্যাব-৪ এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। র‍্যাব সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, ভুয়া প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট দেওয়া এবং অনুমোদন ও পরীক্ষা ছাড়াই রক্ত পরিসঞ্চালন করায় রাজধানীর মিরপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রিজেন্ট হাসপাতাল ও মেডিক হেলথ কেয়ারকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দেখা যায় সেখানে বিভিন্ন পরীক্ষার জন্য ব্যবহার করা রাসায়নিকগুলো মেয়াদোত্তীর্ণ। অন্যদিকে মেডিক হেলথ ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা না করেই প্রতিবেদন দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া রিজেন্ট হাসপাতালে রক্ত পরিসঞ্চালন করা হলেও তার অনুমোদন তাদের নেই।

সর্বশেষ খবর