বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ অব্যাহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, ঘুমধুম (বান্দরবান) থেকে

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। গতকালও বান্দরবানের ঘুমধুম-৩ নম্বর ক্যাম্পে ২০ হাজার লুঙ্গি, ৩ হাজার থামি ও জনপ্রতি ৫ কেজি করে ৫ হাজার রোহিঙ্গাকে আলু দেওয়া হয়। আজও শাহপরীর দ্বীপে ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে। এর আগে মঙ্গলবার ১২ হাজার রোহিঙ্গা শরণার্থীর হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল লুঙ্গি, মহিলাদের থামি, শিশুদের পোশাক, জিন্স প্যান্ট, সোয়েটার ও মশারি। থাইংখালীর তাজনিরমার ঘোনা ও জামতলীর বাঘঘোনায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরার পক্ষে ত্রাণ বিতরণ করছেন আলহাজ মোহাম্মদ ইয়াহিয়া। ১৪ সেপ্টেম্বর থেকে কুতুপালং নতুন ক্যাম্প, বালুখালী ও থাইংখালীতে ১৫০টি গভীর নলকূপ ও ৬০০ স্যানিটেশন নির্মাণ করে দেওয়া হয়। এর মধ্যে ৩০০ স্যানিটেশনের ব্যবস্থা করা হয় মহিলাদের জন্য। আজ ও আগামীকাল দুই দিন পর্যায়ক্রমে কুতুপালং অস্থায়ী ক্যাম্প-১ ও ২, বালুখালী অস্থায়ী ক্যাম্প-১ ও ২ এবং থাইংখালীর হাকিমপাড়া ক্যাম্পে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। ত্রাণের তালিকায় রয়েছে টিনও।

সর্বশেষ খবর