শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর মানবতায় প্রশংসিত বাংলাদেশ

----------- মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রতি মানবতা দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রশংসা অর্জন করেছে।

গতকাল রাজধানীর মিরপুরে হার্ট ফাউন্ডেশন আয়োজিত প্রতিষ্ঠানটির মিলনায়তনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি তাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে বিশ্ব জনমত গড়ে তুলছেন।

 তার কূটনৈতিক উদ্যোগের কারণে বিশ্বনেতারা মিয়ানমার সরকারের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন।

ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এম এ মালিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. আবদুল আওয়াল রিজভি। অনুষ্ঠানে হৃদরোগ ও অন্যান্য অসংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে তামাক ও মাদক সেবন থেকে দূরে থাকার জন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সর্বশেষ খবর