মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আজ থেকে দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক

কলকাতা প্রতিনিধি

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, জাল রুপি, মাদক পাচার এবং সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আজ থেকে দিল্লিতে ডিজি পর্যায়ের তিন দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। দিল্লির বিএসএফের সদর দফতরে আয়োজিত ৪৫তম এই বৈঠকে ২৪ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির ডিজি মেজর জেনারেল আবুল হোসেন। অন্যদিকে ২৬ সদস্যের ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফের ডিজি কে কে শর্মা। বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ, নারকোটিক কন্ট্রোল ব্যুরোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জানা গেছে, দিল্লি সফরকালে বিজিবির ডিজি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

আগামী ৫ অক্টোবর দুই বাহিনীর মধ্যে একটি ফ্রেন্ডলি হ্যান্ডবল ম্যাচও অনুষ্ঠিত হবে।

বিএসএফ সূত্রের খবরে বলা হচ্ছে, এবারের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে সাম্প্রতিক রোহিঙ্গা সংকট ইস্যু। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত চিন্তার বিষয়। ভারতের আশঙ্কার কারণ, সীমান্ত দিয়ে আরও বেশি সংখ্যায় রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব রাজ্যগুলোতে প্রবেশের চেষ্টা করছে। সেই বিষয়টি দুই বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে জানাতে চায় ভারত। এ ছাড়া জাল ভারতীয় নোট পাচার, গবাদি পশু পাচার, জঙ্গি অনুপ্রবেশ, সীমান্ত বরাবর নিরপরাধ মানুষের মৃত্যুসহ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পেতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর