বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। গতকাল সকালে নয়াদিল্লিতে বিএসএফ সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়। সম্মেলন শেষে যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স [জেআরডি]) স্বাক্ষর হবে। পারস্পরিক সুসম্পর্ক জোরদার ও সৌহার্দ বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিধি দল ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে।

৭ অক্টোবর বিজিবি প্রতিনিধি দল বাংলাদেশের উদ্দেশে ভারত ত্যাগ করবে। সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি/হত্যা/আহত/গ্রেফতার/আটক করা, সীমান্ত লঙ্ঘন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বাংলাদেশে অনুপ্রবেশ, আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্য চোরাচালান, বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য চোরাচালান, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মোবাইল নেটওয়ার্ক কভারেজ, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও নির্মাণকাজ, উভয় দেশের সীমান্ত নদ-নদীগুলোর তীর সংরক্ষণ, পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম এবং বিবিধ বিষয়সমূহ সম্মেলনের আলোচনায় থাকবে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করছে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, যৌথ নদী কমিশন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর এবং বাংলাদেশ জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২৬ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে। এই প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় তদন্ত সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সার্ভে অব ইন্ডিয়া ও যৌথ নদী কমিশনের কর্মকর্তা প্রতিনিধিত্ব করছেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সীপকস) সভানেত্রী রওশন আরা হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফ পরিচালিত বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিডব্লিউডব্লিউএ) প্রতিনিধি দলও সম্মেলনে অংশগ্রহণ করে।

সর্বশেষ খবর