বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালত পাড়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন দৈনিক আজাদীর ফটো সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না ও প্রথম আলোর জুয়েল শীল। গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দাবিতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানা যায়। জুয়েল শীল ও আমিনুল ইসলাম মুন্না বলেন, ‘আদালতে শিবির ক্যাডার নাছিরের মামলার শুনানি থাকায় আমরা ছবি তুলতে গিয়েছিলাম। আদালত প্রাঙ্গণে আমাদের মোটরসাইকেলটি একপাশে রেখে ভিতরের দিকে যাওয়ার সময় পুলিশের এক গাড়ি চালক কনস্টেবল ইফতেখার এসে আমাদের গাড়ি এখানে কেন রেখেছি, তা নিয়ে গালিগালাজ করতে থাকেন। কোনো কথা না শুনেই ওই কনস্টেবল আমাদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন এবং ক্যামেরা কেড়ে নেন। এমনকি পুলিশের গাড়ি দিয়ে আমাদের চাপা দেওয়ারও চেষ্টা করেন।’ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘দুই সাংবাদিককে মারধর ও ক্যামেরা কেড়ে নেওয়ার ঘটনা আমরা শুনেছি।

এজন্য কনস্টেবল ইফতেখারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে শাস্তি নিশ্চিত করা হবে।’

এদিকে, পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, এ ঘটনায় আমরা তাত্ক্ষণিক প্রতিবাদের মাধ্যমে অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাই। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই কনস্টেবলকে প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর