বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা-সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু বসুকে চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয়েছে মুক্তিযুদ্ধের বীর সেনানী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, শিশু সংগঠক, লেখক ও সাংবাদিক মিন্টু বসুকে। সকল আনুষ্ঠানিকতা শেষে গতকাল বেলা ১টায় বরিশাল মহাশ্মশানে শেষ বিদায় জানানো হয় তাকে।  তিনি গত মঙ্গলবার রাতে নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, একমাত্র কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। মিন্টু বসু ৬০টিরও বেশি বই লিখেছেন। এগুলোর মধ্যে ৩০টি নাটকের বই। এই নাটকগুলো তিনি নিজে প্রযোজনা করেছেন, নির্দেশনা দিয়েছেন এবং অভিনয়ও করেছেন। বাকিগুলো গল্প, উপন্যাস ও ছোটদের গল্পের বই।

সর্বশেষ খবর