বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শেরেবাংলা স্মৃতি বৃত্তি ও সনদ বিতরণ

এ বছরের শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এবং বিশেষ অতিথি  ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা, ঢাকা’র সভাপতি মোহাম্মদ ঈসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহ আলম, শেরেবাংলা স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক-২০১৬ ড. এম কামাল উদ্দীন জসিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ এবং শেরেবাংলা স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক-২০১৭ বেগম ফজিলাতুন্নেসা। অনুষ্ঠানে ঢাকার ২৪৪ জন শিক্ষার্থীকে আর্থিক সম্মাননা এবং সনদপত্র প্রদান করা হয়। বরিশালেও ২৫৮ জনকে আর্থিক সম্মাননা এবং সনদপত্র প্রদান করা হবে। ঢাকার ১৬ কেন্দ্র এবং বরিশালের ২৪ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর