বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

ভূগর্ভস্থ পানি ও কয়লার স্তর নির্ণয়ে লগিং বিপণন

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিন বছরের ভূতাত্ত্বিক অবস্থা তথা ভূগর্ভস্থ পানি ও কয়লার স্তর নির্ণয়ে ৩০টি ভূপদার্থিক লগিং বিপণন করেছে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান। এ ছাড়া চলতি অর্থ বছরে এডিপিতে ‘অ্যাস্টাবলিশমেন্ট অব ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স’ এবং ‘খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান সুবিধাদির আধুনিকায়ন’ শীর্ষক দুটি প্রকল্প চলমান রয়েছে।

সংসদ ভবনে গতকাল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, কমিটির সদস্য ইমরান আহমেদ, মো. আমান উল্লাহ, আয়েন উদ্দিন এবং নুরুল ইসলাম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে আইএইএ-এর তত্ত্ব্বাবধানে আন্তর্জাতিক মানসম্পন্ন আইসোটোপ উৎপাদন এবং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি মেডিকেল চিকিৎসায় বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় পরমাণু শক্তির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করার জন্য মেডিকেল ফিজিক্স বিষয়ে বিভিন্ন হাসপাতালে পদ সৃজনের সুপারিশ করা হয়।

সর্বশেষ খবর