রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কবি-সাহিত্যিকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা ভাঙল। গতকাল দুপুরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্টজনকে সম্মাননা প্রদান করা হয়।  সম্মাননাপ্রাপ্ত চারজন হলেন কবিতায় জাকির জাফরান, কথাসাহিত্যে সালেহা চৌধুরী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় গাজী লতিফ এবং সাংবাদিকতায় প্রদীপ মোহন্ত। ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে সম্মাননা প্রদান পর্বে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার, কবি-সাংবাদিক নাসির আহমেদ, অভিনেতা-লেখক খায়রুল আলম সবুজ, কবি আরিফুল হক কুমার ও কবি বজলুল করিম বাহার।

সাংবাদিক জে এম রউফের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কথাসাহিত্যিক কাজী রাফি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

সম্মাননাপ্রাপ্তদের উত্তরীয়, সনদপত্র এবং ক্রেস্ট  তুলে দেন প্রধান অতিথি কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

হাসান আজিজুল হক বলেন, লেখক চক্র বগুড়ায় নবীনদের হাতেখড়ি দিয়ে যাচ্ছে। এ জন্য তারা ডাকলে বার বার আসি, আসতে ইচ্ছা করে। হাঁটি হাঁটি পা পা করে তারা ২৯টি বছর পাড়ি দিয়েছে। আগামীতে বহুদূর যাবে এটাই প্রত্যাশা।

এর আগে কবি মামুন রশীদের প্রবন্ধ ‘সাহিত্য সাময়িকী  প্রেক্ষিত বর্তমান সময়’ শীর্ষক সেমিনার কবি কামরুল বাহার আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কবি-সাংবাদিক নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচক ছিলেন কবি সম্পাদক সরোজ দেব, কবি সম্পাদক নুরুল ইসলাম বাদল এবং কবি সম্পাদক অচিন্ত্য চয়ন। কবি সম্মেলনের দ্বিতীয় দিনে সিকতা কাজলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য পর্বে সভাপতিত্ব করেন শিবগঞ্জ এম এইচ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল মান্নান।

বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন। স্বরচিত কবিতা পাঠ পর্বে সভাপতিত্ব করেন কবি ও বরেন্দ্র কলেজ, রাজশাহীর অধ্যক্ষ আলমগীর মালেক।

সর্বশেষ খবর