শিরোনাম
মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ছদ্মবেশী একদলীয় শাসন চলছে : ড. শেলী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ছদ্মবেশী একদলীয় শাসন চলছে বলে মন্তব্য করেছেন এরশাদ সরকারের সাবেক মন্ত্রী ও রাষ্ট্রবিজ্ঞানী ড. মীজানুর রহমান শেলী। তিনি বলেন, এই ছদ্মবেশ থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো বিরোধী দল বিএনপি এই একদলীয় শাসনের বিরুদ্ধে শক্তভাবে প্রতিবাদ করতে পারছে না। সরকারের অত্যাচার, নির্যাতন, গুমের বিরুদ্ধে বিএনপি প্রতিবাদ করছে। কিন্তু সমাজে সেই প্রতিবাদের প্রভাব পড়ছে না। এটাই বিএনপির ব্যর্থতা। গতকাল দুপুরে ধানমন্ডিতে নিজের গবেষণা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। ড. শেলী বলেন, আমরা বার বার গণতন্ত্রকে বিকৃত ও কলুষিত করেছি। দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, কেন্দ্রীভূত ও ব্যক্তিগত শাসন চলছে। আমরা নেত্রী কেন্দ্রিক রাজনীতি করছি। এই অভিজ্ঞতাই আমাদের এখানে ২৭ বছর যাবত চলছে। আমরা যে কারণে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বিসর্জন দিলাম, এখন কিন্তু সংসদীয় গণতন্ত্রের নামেও প্রাইমিনিস্টারিয়াল গণতন্ত্র চলছে।

কারণ, আমাদের প্রধানমন্ত্রী একই সঙ্গে দলের প্রধান, সংসদের নেতা আবার কেবিনেটেরও প্রধান। মানে, একের মধ্যে তিন।’ তিনি বলেন, ‘একই ব্যক্তি একসঙ্গে অনেক কাজ করলে ভুল হয় বেশি, কেননা তাকে স্তাবক, চাটুকাররা ঘিরে রাখে। এরশাদের সময়ও এমনটা হয়েছিল।

সর্বশেষ খবর