মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
চট্টগ্রামে তরিকত সম্মেলন

ভ্রান্তি-বিভেদ দূর করতে রুহানি শক্তিতে জাগ্রত হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভ্রান্তি-বিভেদ দূর করতে রুহানি শক্তিতে জাগ্রত হওয়ার আহ্বান

চট্টগ্রামের বায়েজীদে গতকাল তরিক্বত সম্মেলনে বক্তৃতা করছেন প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনসুর —বাংলাদেশ প্রতিদিন

কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরিফের মোর্শেদ অধ্যক্ষ শায়খ সৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লাহুল আলী বলেছেন, আজ বিশ্বে মুসলমানরা নানাভাবে নিগৃহীত। নানা ধরনের ভ্রান্তি ও চক্রান্তের ফলে তাদের মধ্যে বাড়ছে বিভেদ। এ ভ্রান্তি-বিভেদ দূর করার জন্য তিনি রুহানি শক্তিতে জাগ্রত হয়ে কোরআন-সুন্নাহ্র পূর্ণ অনুসরণের আহ্বান জানান। তিনি গতকাল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদে গাউসুল আজম এক বিরাট তরিকত সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। সম্মেলনে প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ হয়। মুনিরীয়া যুব তবলিগ বাংলাদেশ আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ. কে. এম. সায়েফ উল্লাহ, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী, ভান্ডারিয়ার পীর সাহেব অধ্যক্ষ আবুল ইরশাদ মুহাম্মদ সিরাজুল মুনির, এফবিসিসিআই সদস্য আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার এবং শিল্পপতি আলহাজ মো. নেজাম উদ্দীন, রাইসুল উদ্দিন সৈকত ও মুনতাহার সাকিব। মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সর্বশেষ খবর