মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চারুকলায় ওরিয়েন্টাল পেইন্টিংয়ের প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

ভারতের ২৬ জন এবং বাংলাদেশের ২৫ জনসহ মোট ৫১জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের আয়োজনে শুরু হলো ‘৭ম ওরিয়েন্টাল পেইন্টিং এক্সিবিশন’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারি-১ এ গতকাল ছয় দিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী রফিকুন নবী, কবি নির্মলেন্দু গুণ, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং ভারতীয় শিল্পী স্বপন দাস। স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের কিউরেটর ড. মলয় বালা। আয়োজনের শুরুতেই ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী নিশাত ফেরদৌস। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ভারতীয় শিল্পীরা হলেন— বিনোদবিহারী মুখোপাধ্যায়, বীরেন দে, দেবীপ্রসাদ রায় চৌধুরী, গোপাল ঘোষ, ইন্দ্র দুগার, ক্ষিতীন্দ্রনাথ মজুমদার, মানিকলাল ব্যানার্জি, মৃণাল কান্তি দাস, নিখিল বিশ্বাস, সুধীর খাস্তগীর, অনন্যা রায় চৌধুরী, অনুরাধা গাইন, অপূর্ব সেনগুপ্ত, অর্ঘ দীপ্তকর, বিনয় দেউলি, ইনাঙ্গী দাস, মিন্টু নাইয়া, নন্দদুলাল মুখোপাধ্যায়, পরাগ হালদার, রামানন্দ বন্দোপ্যাধায়, রীনা রায় প্রমুখ।

সর্বশেষ খবর